কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
"ঘরে বাইরে অনলাইনে, কিশোরীরা থাকুক নিরাপদে সবখানে" এই প্রতিপাদ্য নিয়ে বিএনকেএস আয়োজনে, ডিয়াকোনিয়া সহযোগিতায় বান্দরবানের থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ পাড়া হতে বিএনকেএস অফিস পর্যন্ত কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল র্যালীতে ১০ জন কিশোরী অংশগ্রহণ করেন।
বিএনকেএস বার্ষিক পরিকল্পনা আওতায় ১৬ দিন কর্মসূচির আওতায় পরিস্কার-পরিচ্ছতা অভিযান, আদিবাসী ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র্যালী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ ও আয়োজনে বিএনকেএস এনজিও। বিএনকেএস এনজিও এই উপজেলায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সকল স্তরের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি লক্ষ্যে নারীদের এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস এনজিও প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বিএনকেএস এনজিও বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা, বিএনকেএস এনজিও কর্মকর্তা মংক্য ওয়াং মারমা ও বিএনকেএস এনজিও কর্মকর্তা ক্যথুই মারমা সহ বিএনকেএস এনজিও প্রকল্পের নারী নেতৃবৃন্দ।