স্টাফ রিপোর্টার:
গতকাল ১৮ ফেব্রুয়ারী ২০২৫ অমর একুশে বইমেলায় বিদ্রোহী The Nazrul Centre এর পরিচালক রাস্ট্র চিন্তক, কবি ও কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মামুন রচিত কাব্য গ্রন্থ ” চিঠিটা আমার ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমি’র মোড়ক উন্মোচন মঞ্চে কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন নজরুল সাংস্কৃতিক একাডেমি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কামরুন্নাহার রুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও গবেষক হামদুল্লাহ আল মেহেদী, বিদ্রোহী The Nazrul Centre এর নির্বাহী পরিচালক নজরুল গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু, বরেণ্য কবি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট নজরুল গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, লেখক, কবি,ও ছড়াকার
খলিলুর রহমান,বিশিষ্ট সমাজকর্মী দেলোয়ার হোসেন সহ দেশের
রাজনীতিবিদ, কবি সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট উপস্থাপক ও রাস্ট্র চিন্তক মঞ্জুর হোসেন ঈসা এর উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাগণ বলেন কবি আব্দুল্লাহ আল মামুন লেখক হিসেবে নতুন আত্মপ্রকাশ করলেও তার কবিতা বলছে তিনি নতুন নন।প্রকাশ্য আলোতে কবিতা নিয়ে হাজির হতে প্রস্তুতি নিয়েছেন বহুদিন। নিরবে চুপচাপ লিখেছেন, তারপর যেদিন এ বিশ্বাস হলো, কবিতা তার হয়,!! নিশ্চয়!!
তখন দরজা খুলে বের হয়ে এসেছেন। হাতে প্রথম কাব্যগ্রন্থ ” চিঠিটা আমার”‘। তার কবিতা পড়ে আমার এ ধারণা বদ্ধমূল হয়েছে। দীর্ঘ চর্চা ছাড়া এত মেদ হীন, গতিময় কবিতা লেখা সম্ভব নয়। পাঠক নিশ্চিত থাকতে ” চিঠিটা আমার “‘আপনাদের ভালো লাগবে।
তবে কাব্যরস -কবিতা পড়ে কারো কারো মন খারাপ হতেই পারে। যে কবিতা মন খারাপ করে দেয় তা তো নিশ্চয় কবিতা। এটাই কবির সার্থকতা।
“কার চোখে কত জল কেবা তা মাপ??”
অভিনন্দন কবি আব্দুল্লাহ আল মামুন। এবারের বই মেলায় ” চিঠিটা আমার ” নতুন কাব্য গ্রন্থটি বেশ সাড়া ফেলেছে ও পাঠক চহিদার শীর্ষে রয়েছে বলে প্রকাশক জানান। আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় শাহবাগস্থ জাতীয় যাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব, নজরুল কেন আমাদের জাতীয় কবি শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।