রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদিতে ২রা নভেম্বর, সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে উপস্থিত সমবায়ীদের কে নিয়ে কটিয়াদী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে একটি র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।এর পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান খান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সমবায়ী মোঃ মোস্তফা প্রমুখ। পরিশেষে উপস্থিত ৩জন শ্রেষ্ঠ সমবায়িকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।