রচনা: দেবিকা রানী হালদার
আমার জীবন খাতায় দাগ লাগাইয়া
পালাইলি তুই আমায় থুইয়া,
গোলাপ বাগান তছনছ করলি
তুই এক নরপশু —
ভাবলি না তুই সৃষ্টি কর্তা আছে তোর পিছু!
আমার জীবন খাতায় দাগ লাগাইয়া পালাইলি তুই আমায় থুইয়া যেন নরপশু!
এক জীবনে সব সুখ স্বাদ, হয় না সবার ভাগ্যে
নারীর জীবন বেঁচে থাকতে নিত্য কাটে জঙ্গে,
তবু ও নারী বেঁচে থাকে গর্ভের সন্তান নিয়া
দারিদ্র্যতায় কোন নারী জীবন বেঁচে বন্ধক রেখে হিয়া!
পালায় না সে সন্তান ফেলে পুরুষ জাতের মত
এমন সুযোগ থাকে নারীর পথে ঘাটে শত!
আমার জীবন খাতায় দাগ লাগাইয়া পালটাইলি তুই আমার থুইয়া যেন নরপশু!
গোলাপ বাগান সৃষ্টি কর্তার অশেষ অবদান
বোঝে শুধু যার হৃদয়ে আছেন পবিত্র প্রান,
অসুর গরিলা পায়ে দলে বাগানের ফুল ছিড়ে
তবুও গোলাপ ছড়ায় তার সুগন্ধি, সারা জীবন ভরে!
আমার জীবন খাতায় দাগ লাগাইয়া পালাইলি তুই আমায় থুইয়া, গোলাপ বাগান তছনছ করলি যেন নরপশু —