জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ আমান সারোয়ার ইশমাম'কে উপজেলা ব্যাডমিন্টন খেলোয়াড় বৃন্দ কর্তৃক সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ইয়োনেস্ক- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৪ -এ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোঃ আমান সারোয়ার ইশমাম আন্তর্জাতিক টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯ বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা'র ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে আমান সারোয়ার ইশমাম'কে ৮ ই ডিসেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৮ ঘটিকার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাজ মোঃ আব্দুল কাদির লাকসনের সভাপতিত্বে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উল মামুন এর পরিচালনায় সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
আরও বক্তব্য রাখেন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর, জাহান রেস্তোরাঁর স্বত্বাধিকারী ব্যবসায়ী লিমান ভূইঁয়া, জলিল ট্রেডার্স এর স্বত্বাধিকারী ফরিদ আহমদ মনাই, সংবর্ধিত খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর গর্বিত পিতা আব্দুল মুকিত, ব্যবসায়ী মহব্বত আলী, শহীদুল ইসলাম, খেলোয়াড় একলিম আহমদ ও রফিকুল ইসলাম।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।