বাঘারপাড়া প্রতিনিধি:
শনিবারের বিকেলটা ছিলো খাজুরাবাসীর জন্য একটু অন্যরকম। কারণ ঘরোয়া ফুটবলে মাঠে নেমেছিলেন ইটালি দলের স্কামাক্কা ও নেদারল্যান্ডসের কোডি গাকপোরা। নিশ্চয়ই অবাক হচ্ছেন? হবারই কথা। কিন্ত ঘটনাটি সত্যি নয়! এদিন ইটালি দলের জার্সি পরে মাঠে নেমেছিলো যশোরের ইটালি প্রবাসী ফুটবল একাদশ। প্রতিপক্ষ অভয়নগর ফুটবল একাদশ পরেছিলো অনেকটা দেখতে নেদারল্যান্ডস দলের জার্সি। এ রকম হাইভোল্ডেজ ম্যাচ দেখতে রীতিমতো ঢল নামে ফুটবলপ্রেমীদের। আর মাঠ জুড়ে ছিল সাজসাজ রব।
ঠিক এমনই আবহে যশোরের খাজুরার অনুষ্ঠিত হয়ে গেলো চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা।
বিকেল সাড়ে তিনটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝ মাঠে দাঁড়িয়ে রেফারি সুমন বিশ্বাস বাঁশিতে ফুঁ দিতেই শুরু হয় দর্শক-সমর্থকদের উল্লাসধ্বনি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ছিল মুর্হুমুহ আক্রমণ। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে অভয়নগর ফুটবল একাদশ ৩-০ গোলে ইটালি প্রবাসী ফুটবল একাদশকে হারায়।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নড়াইলের লোহাগড়া ব্রাঞ্চের ব্যবস্থাপক কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।
এ সময় অতিথিরা বিজয়ী দলের গোলরক্ষক সৌরভের হাতে ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন। খেলার ধারাবিবরণীতে করেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।
আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ খেলায় মুখোমুখি হবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালয়েশিয়া প্রবাসী হাসিব ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলা স্মিতা মুমু ফুটবল একাদশ। যশোরের উত্তরে বড় এ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।