রাশেদ ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রাখতে, গ্রাম বাংলার মানুষকে বিনোদন দিতে, যুব সমাজকে মাদকের প্রভাব থেকে ফেরাতে প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার বাজার সংলগ্ন খেলার মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ বছর ১৬ টি দলের খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য থাকবে একটি গরু ও রানার্সআপের জন্য থাকবে একটি খাসি।
আগামী (২২শে জানুয়ারি) বুধবার সেমিফাইনালে মুখুমুখি হতে চলেছে খাঁড়িতা সেবা ফাউন্ডেশন ও মুরারিপুর একাদশ ক্লাব।( ২৩ জানুয়ারি) বৃহস্পতিবার বাকিলা রত্ন ক্লাব,ও সুন্দরপুর একতা ক্লাব মাঠে নামবেন।
এদিকে আজ (২১জানুয়ারি) মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ঢাকা লাল পরান বাজার মহিলা ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমী অংশগ্রহণ করেন।
ঢাকা লাল পরান বাজার মহিলা ফুটবল একাডেমির কোচ আরিফুর দিপেন এর হয়ে খেলায় অংশগ্রহণ করেন, তাসলিমা, প্রমি, ফুয়ারা, তানিয়া, ক্রানুচিং, সাদিয়া, অনামিকা, ঝিনুক, সামিয়া, পান্না, মালা, মেঘনা, মিতু, সুমি।
পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমীর কোচ রানুর হয়ে রঞ্জনা, সোহাগী, কাকলি, সুমি, প্রিয়াঙ্কা, প্রীতি, জবা, শান্তি মনিরা, রুলি।
খেলার প্রথমার্ধে ঢাকা লাল পরান বাজার মহিলা ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমী ১-১ গোলে সমতায় আনে। কিন্তু দ্বিতীয়ার্ধে ঠাকুরগাঁও মহিলা ফুটবল একাডেমী আর ৩ টি গোল করে লাল পরান বাজার কে ৪-১ গোলে জয়লাভ করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন কয়তাহার গ্রামের সৎ, নির্ভীক, সমাজসেবক, ও জয়পুরহাট সদর আমদই ৫ নং ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য তারেক মুন্সি।
উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে আছেন সাবেক ইউপি সদস্য আবু তাহের মুন্সি, আমদই জয়পুরহাট, নয়ন মুন্সি, ছাকোয়াত সাহ, (দলিল লেখক) ও মাহবুব মুন্সি, এ ছাড়াও প্রায় ২ শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খেলাটি বাস্তব রূপ নিয়েছে। মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন পাঁচ হাজারের অধিক পুরুষ ও প্রায় কয়েক শতাধিক নারীরা। সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করার জন্য বসার জন্য রয়েছে চেয়ার এর ব্যবস্থা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার প্রধান পৃষ্ঠপোষক ও আয়োজন কমিটির প্রধান তারেক মুন্সিকে খেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফুটবল খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্য বিশেষ করে গ্রাম বাংলার মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার মাধ্যমে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং বিনোদনের মাধ্যমে একটি সুষ্ঠ সমাজ গঠনের মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা চাই এভাবে প্রতি বছর আমাদের কয়তাহার খেলার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হোক। সেই সাথে পরবর্তী প্রজন্ম যেন এই খেলাকে ধরে রাখতে পারে এটি আমি আশাবাদী।