এম ওবায়দুল্লাহ আল মাহমুদী,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি পালন উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার অবস্থিত ভাটিয়াপাড়া ও ফুকরা সম্মুখ সমর যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত ও উপজেলা সহকারি (কমিশনার) ভূমি মুনমুন পাল পুষ্পমাল্য অর্পন করেন। এরপর কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির নেতৃবিন্দু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
এরপর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।