এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ও ওড়াকান্দি শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুর বাড়ি পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
১৯ নভেম্বর বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন শেষে বিকাল ৪ টায় কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি দর্শন শেষ করেন,
পরে বিকাল ৫ টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষ চারা রোপণ করেন তিনি।
উপস্থিত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির,সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, ওসি শফিউদ্দিন খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।