এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, কাশিয়ানী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা বদলে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।
এরই ধারাবাহিকতায় দিবসটি পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গতকাল ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। এ দিবস পালন উপলক্ষে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে একটি রালী উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
কাশিয়ানী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন গত ১৬ টি বছর ভিন্নমত ও ভিন্ন দলের মানুষ ভয়ে কথা বলতে পারেনি।ক্ষমতাসালীরা সাধারণ মানুষকে জিম্মি করে ভীতসন্ত্রস্ত করে রেখে ছিল। আজ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে,ঘরছাড়া মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে। জাতীয়তা বাদী দল আগেও সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে ও পাশে থাকবে।
এ সময় আর ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক শিমুল মুন্সি, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দলের ফোরকান শরীফ টিটু,সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন।