মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে ২৯ নভেম্বর শুক্রবার জুম্মা নামাজ শেষে পলাবাড়ী চৌমাথা মোড়ে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর এলাকার বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা ইসকন বিরোধী স্লোগান ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত ব্যানার ফেসটুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে জড়ো হন।
ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি ফরিদুল ইসলাম ফরিদ,মাওলানা শাহ আলম ফয়েজী,মুফতি এনামুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফা প্রমুখ।
ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।