মতিউর রহমান,সরিষাবাড়ী জামালপুর থেকে:-
জামালপুরের সরিষাবাড়ীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিবাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুরাতন ভবনের ৩য় তলায় হল রুমে ডিলার পদে আবেদনকারী উপস্থিত সদস্যগণ এবং সুধিমন্ডলীর উপস্থিতিতে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের বিভিন্ন সরকারী অফিস আদালত কিংবা অন্যান্য সেক্টর গুলোতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সে ধারাবাহিকতায় সরিষাবাড়ীতেও এর প্রভাব পরিলক্ষিত হয়। সরকার কর্তৃক প্রদেয় সুবিধাদি ভোগ করে আসছিল সরকার দলীয় বা আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীরা। দেশে পট পরিবর্তনের ফলে ওই সকল সুবিধাবাদীরা গা ডাকা দেয়ায় চলমান কার্যক্রম স্থবির হয়ে পড়ে। স্থবির হওয়া কার্যক্রম গতিশীলতার অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক লটারীর মাধ্যমে ইতি মধ্যেই খাদ্য বান্ধব (১৫ টাকা কেজি) চাল বিতরণ শুরু করা হয়েছে। ওএমএস পদ্ধতিতে খাদ্য বিতরণের জন্য ডিলার আবেদন আহ্বান করা হয়। পৌর সভার ৬টি পয়েন্টের জন্য প্রায় দুই"শ জন আবেদন করে। যাচাই বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়। উপজেলা খাদ্য কর্মকতা বুলবুল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার উপস্থিত থেকে সুশৃঙ্খল ভাবে লটারীর কার্যক্রম অবলোকন করেন। উপজেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা জামিল আহমেদ লটারী (গুটি উত্তোলন) পরিচালনা করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগসহ সুধি মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লটারীতে ভাগ্যবান বিজয়ীরা হলেন বাউসি বাজার পয়েন্টে মোঃ জাহাঙ্গিঁর আলম, শিমলা বাজার মোঃ দেলোয়ার হোসেন তরফদার,মডেল মসজিদ সংলগ্ন মোঃ লিমন মিয়া,পোষ্ট অফিস মোড় সুলতান মাহমুদ, আরামনগর বাজার মোঃ আরিফ হোসেন ও ঝালোপাড়া পয়েন্টে মোঃ মিজানুর রহমান সাধু।
উন্মুক্ত লটারীতে ডিলার নির্বাচিত হওয়ায় লটারী বিজয়ী ডিলারগণ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানান।