মতিউর রহমান, সরিষাবাড়ী জামালপুর থেকে:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগল দিঘা ইউনিয়ন বিএনপি,র আয়োজনে ১লা নভেম্বর বিকেলে বিশাল জন সভা অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১৭ বছর পর বয়ড়া ইস্রাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনাকীর্ণ জন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি,র সিনিয়র নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগল দিঘা ইউনিয়ন বিএনপি,র সভাপতি আলহাজ্ব মামুনূর রশীদ ফকিরের সভাপতিত্বে জনাকীর্ণ জন সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক রঞ্জুর সঞ্চালনায় জন সভায় প্রধান অতিথি হিসেবে অগ্নিঝরা বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনিপি,র সফল সভাপতি জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক ও সাবেক সফল মেয়র একেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি,র সভাপতি আজিম উদ্দিন আহমেদ, বিএনপি নেতা চানু,বাবুল,পিন্টু,যুবদল নেতা রবিউল,মোশারফ হোসেন,দুলালসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকে বিভিন্ন অঞ্চলের হাজারো নেতাকর্মী প্লে কার্ড ফষ্টুনসহ মিছিল নিয়ে সমর্থক সভাস্থলে উপস্থিত হতে থাকে।সন্ধ্যায় আলোচনা সভা শেষে বাদ মাগরিব ২য় পর্বে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত শিল্পী গামছা পলাশ ও মীম এবং স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী গানটি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন।