পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
২০১৩ সালের ৪ নভেম্বর স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে শহীদ হন পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির হোসেন।
৪ নভেম্বর সোমবার সকাল ১১টায় এক শোক সভা ও রেলির আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল রেলিটি বের করে শহীদ নাসির মোর থেকে পাটগ্রাম উপজেলা পর্যন্ত ।। সকাল ১১ টায় পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মী উপজেলা শহরের প্রধান সরক ঘুরে এসে পাটগ্রাম বাজারের চৌরঙ্গী মোর এক শোক সভা করে। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল আনিছুর রহমান আনিছ ও নাসির এর ছোট ভাই প্রমুখ। বক্তারা শহীদ নাসির হত্যার সাথে জড়িতদের সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।