আব্দুস সামাদ, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত পাড়াপাড়ের সময় রোববার (১৭ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)'র কালিরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৫৫ হতে আনুমানিক ২০০গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সাপকার বাজার নামক স্থান হতে বাংলাদেশী যুবক মোঃ মামুন হোসেন (২৬) কে আটক করেছে বিজিবি।
জানা গেছে, মোঃ মামুন হোসেন (২৬) লালমনিরহাটের শ্রীরামপুর ইউনিয়নের তৌহিদুর ইসলাম এর ছেলে। এ সময় তার নিকট হতে ভিভো ১টি মোবাইল, samsung বাটন, ১টি গ্রামীণ সিম, ৩টি বাংলালিংক সিম কার্ড, নগদ ৪০০টাকা অবৈধভাবে সীমান্ত পাড়াপাড়ের প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক আটক করে। আটককৃত ব্যক্তিকে পাটগ্রাম থানায় সোপর্দ করার হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান, আটককৃর্ত মামুন হোসেনকে লালমনিরহাট জেল খানায় পাঠানো হবে।