শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

সাইবার ট্রাইবুনালে মামলা দিয়ে কলেজ শিক্ষিকাকে হয়রানি, সামাজিক হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার উত্তর বাংলা কলেজের এবং অধ্যক্ষ আবদুর রউফ সরকারের অনৈতিক আচরণসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ করায় এবং ৩৯জন অনার্স শিক্ষকের ১৭ মাসের বকেয়া বেতন আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় কলেজ শিক্ষক এস তাবাসসুম রায়হান মুসতাযীরকে বিধি বহির্ভূত ভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা, সাইবার ট্রাইবুনালে মামলা দিয়ে হয়রানি ও সামাজিক ভাবে হেনস্তাসহ হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের মিশন মোড় ভোকেশনাল রোডস্থ নর্থ কিং রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার শিকার কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর। এ সময় উপস্থিত ছিলেন এস তাবাসসুম রায়হান মুসতাযীরের মা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে আমেনা শিরিন মোস্তাযীর।

সংবাদ সম্মেলনে উত্তর বাংলা কলেজে বিভিন্ন সময়ে সংঘটিত অনিয়ম ও দূর্নীতির কয়েকটি উল্লেখ যোগ্য ঘটনা উপস্থাপন করা হয়।

এর মধ্যে রয়েছে বর্তমান অধ্যক্ষ আবদুর রউফ সরকার ২০২১ সালের ১৪ ডিসেম্বর কলেজে যোগদানের পর ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীরকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্যক্ত করেন। ঘটনাটি কলেজ প্রতিষ্ঠাতাকে ই-মেইল এবং লিখিত ভাবে অবগত করে প্রতিকার মেলেনি। এরপর ঘটনাটি জেলা প্রশাসককে লিখিত ভাবে অবগত ও সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশনায় জেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্ত চলমান থাকা অবস্থায় কলেজ অধ্যক্ষ বিধি লঙ্ঘন করে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। এরপর চুড়ান্ত বরখাস্ত করনের প্রক্রিয়া করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তাঁর বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ অবৈধ ও অনিয়মতান্ত্রিক মর্মে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন। আদালত এতে রুলনিশি জারি করেন। মামলায় বাদীর অনুকূলে ২০২৪ সালের ২১ মার্চ ইনজাংকশন প্রদান করেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ উক্ত শিক্ষককে কলেজে প্রবেশ করতে দেননি মর্মে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, কলেজের অনার্সের ৩৯জন শিক্ষকের তৎকালীন সময়ের ১৭ মাসের বকেয়া বেতন আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলে এস তাবাসসুম রায়হান মুসতাযীরকে নানান ভাবে হয়রানি ও হুমকি ধামকি দেওয়া হয়েছে। কিন্তু কোটি টাকা ব্যয় করে তৎকালীন শিক্ষা মন্ত্রী দীপু মণি ও তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কলেজে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে ২০২২ সালের ১৩ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকার জনকণ্ঠের তৎকালীন রংপুর ব্যুরো চীফ হিসেবে কর্মদিবসের অর্ধেকদিন সাংবাদিকতা এবং বাকী সময়ে লালমনিরহাট-২ আসনের তৎকালীন এমপি ও তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের কালীগঞ্জের বাগান বাড়িতে অবস্থান করতেন। উত্তর বাংলা কলেজের অধ্যক্ষের কক্ষটি ছিলো স্থানীয় আওয়ামী লীগের চায়ের আড্ডা।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, উত্তর বাংলা কলেজের ২২জন এমপিওভুক্ত এবং ৫জন নন এমিওভুক্ত শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিরিকে এবং শিক্ষা ছুটি ব্যতিত ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য পাঠানো হয়। এরমধ্যে বাংলাদেশের একটি বৃহৎ এনজিওর চেয়ারম্যানকে কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক দেখিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য পাঠানো হয়। উক্ত এনজিওটি লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা হেলথ সেন্টারের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই কলেজ অধ্যক্ষ আবদুর রউফ সরকার ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের প্রতিবন্ধী প্রজন্ম বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। বিষয়টি অনেকের নজরে আসে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এজন্য তাকে শোকজ বা ব্যাখ্যা দাবি করেন নি। এমতাবস্থায় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২০ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করেন। একই দিন সকালে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে পক্ষ থেকে অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অনশন ভঙ্গ করেন এস তাবাসসুম রায়হান মুসতাযীর।

পরবর্তী সময়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গত শুক্রবার বিকালে কালীগঞ্জ থানায় অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। কালীগঞ্জ থানার পুলিশ অভিযোগটি রংপুর সাইবার ট্রাইবুনালে প্রেরণ করেছে।

এদিকে উপরোক্ত সার্বিক ঘটনার ও অভিযোগের প্রেক্ষাপটে উত্তর বাংলা কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য এবং অভিযুক্ত অধ্যক্ষের অনিয়ম ও দূর্নীতিসহ অস্বচ্ছ কর্মকান্ডের প্রতিবাদ ও প্রকাশ্যে নিয়ে আসায় ক্ষতিগ্রস্থ হতে পারে সংশ্লিষ্ট রয়েছেন এমন ব্যক্তিবর্গ এস তাবাসসুম রায়হান মুসতাযীরকে হেয় প্রতিপন্ন করে। তারা গত রোববার উত্তর বাংলা কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ও প্রভাবিত করে এস তাবাসসুম রায়হান মুসতাযীরকে কাকিনায় অবাঞ্চিত ঘোষণা করে ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

উল্লেখ্য যে, সর্বস্তরের ছাত্রবৃন্দ, কাকিনা ব্যানারে আয়োজন গত রোববারের কর্মসূচি পালনের সময় অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রউফ সরকারের অধ্যক্ষের পদ থেকে অবিলম্বে অপসারণ করার দাবিও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102