মো: আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার ও অতিরিক্ত প্রধান প্রকৌশী মোঃ শহিদুল আলমসহ ১৬ জন কর্মকর্তাকে চাকুরী থেকে অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারন ছাত্র ও জনতার উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন মোঃ মামুন, সিরাজ, ফকরুল, নাহিদ, সুমন, মাসুম, নোমান,ইকবাল, খুরশিদ, আবুল হোসেন, মনির, মিঠু, খালেদ হাসান, আযম প্রমূখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পতিত সরকারের সহযোগীরা। সেই হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারসহ ১৬ জন কর্মকর্তা হত্যা মামলার আসামী হয়েও তারা এখনও চাকুরীতে বহাল রয়েছে। এই হত্যা মামলায় আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের অর্থ যোগান দিয়ে এই নির্মম গণহত্যা সংঘটিত করেছে। অতি অল্প সময়ের মধ্যে আসামিরা পদত্যাগ ও আটক না হলে ছাত্র-জনতা মিলে আরো কঠোর আন্দলনে নামবে ছাত্র ও জনতার ব্যানারে বক্তারা এই হুশিয়ারী দেন।