স্টাফ রিপোর্টার
ঢাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের তথা চাটগাঁইয়া সংস্কৃতজনদের মতবিনিময় সভা গত ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায়
বিশিষ্ট লেখক, গবেষক, রাস্ট্র চিন্তক ও বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এর সভাপতিত্বে বেইলি রোডস্থ ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ও সাংস্কৃতজন মুহাম্মদ আতা উল্লাহ খান। সভায় ঢাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির সকল কবি, সাহিত্যিক , শিল্পী , গীতিকার, সুরকার, অভিনেতা গণমাধ্যম ব্যক্তিত্ব, পেশাজীবি সংগঠক ও সংস্কৃতিজনদের নিয়ে সংগঠনের কমিটি পুনঃ গঠন এর সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাস্ট্র চিন্তক, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, বিশিষ্ঠ উন্নয়ন কর্মী ও নদী গবেষক আমিনুর রসুল বাবুল, সাবেক যুগ্মসচিব মামুনুর রহমান খলিলী, সাবেক অতিরিক্ত সচিব নুরুল কবির সিদ্দিকী, শিক্ষাবিদ, সংগীতশিল্পী ও পরিবেশ কর্মী সানজিদা রহমান, সাবেক যুগ্ন সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন,
সাবেক যুগ্ম সচিব মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ রাব্বি হাসান প্রমুখ।
উপস্থিত সংস্কৃতজনদের মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ জকরিয়াকে আহবায়ক ও সৈয়দ আবদুল মাবুদ ও আমিনুর রসুল বাবুলন কে যুগ্ম আহবায়ক মুহাম্মদ আতা উল্লাহ খানকে সদস্য সচিব ও মামুনুর রহমান খলিলী, নুরুল লকবির সিদ্দিকী, সানজিদা রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোঃ দেলোয়ার হোসেন, ওস্তাদ জামাল হাসান অঙ্কিতা রুবীকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। ঢাকার বুকে নতুন প্রজন্মের মাঝে চাটগার সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যে চাটগাঁ উৎসব উদযাপন এর পরিকল্পনা করা হয়। পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।