স্টাফ রিপোর্টার:
আমার দেশ আমার অধিকার পার্টির চেয়ারম্যান জননেতা শেখ সাখাওয়াত তানজিম এক বিবৃতিতে বলেছেন, দেশের এই ক্রান্তিকালে খাদ্য অনিরাপদ, দ্রব্য মুল্য লাগামহীন, এবং আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন দুঃখ কষ্টে জর্জরিত জনজীবন। আমি জানি ভালো নেই আমার মাতৃভূমি বাংলাদেশ, আপনাদের এই কষ্টের আওয়াজ বুকে নিয়েই আমি জনগনের পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি এডিএপি এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী জনতা ও আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ দীর্ঘ ১৬বছরে শাপলা চত্বরে হেফাজত হত্যা, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ভয়াবহ হত্যাকাণ্ড,, এবং ২৪এর ছাত্রজনতা হত্যা কাণ্ডের মতো তিন তিনটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এছাড়াও সাংবাদিক, কলামিস্ট,প্রতিবাদী, ভিন্নমতের বেক্তী জনগনকে গূম ,খুন, হত্যা করেছে। জনগণের ভোটাধিকার, গনতন্ত্র, সাংবিধানিক অধিকার,সহ দেশের মানুষের বাকস্বাধীনতা হাইজ্যাক করেছিল স্বৈরাচারী সরকার। দেশের সংবিধান, সামাজ ব্যাবস্থা, রাষ্ট্রীয় সভ্যতা,ও জনগণের বিবেকবোধ থেকে ঝড়ে পড়া আওয়ামীলীগ, দেশের রাজনীতি,ও নেত্রীত্ব দেবার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। দেশের সকল শ্রেণীর মানুষ ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ভয়াবহ স্বৈরাচার মগ রাজার পতন ঘটেছে। যেহেতু দেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস জনগণ,তাই পুনরায় কোনো স্বৈরাচারকে সমর্থন করবে না জনগণ। এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব ও জনগণ পালন করবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ তাদের মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব পালন করার অধিকার দিয়েছে, জনগণের আশা, আকাঙ্ক্ষা ও চাহিদা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দায়িত্ব পালন করবার জোরালো আহবান করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগি,ও গণহত্যার সাথে জড়িত সকল আওয়ামী লীগের আমলা, ক্যাডার বাহিনী, জনগণের বিপক্ষে দাঁড়ানো প্রশাসনের কর্মকর্তা, এবং ফ্যাসিস্ট অনুসারী মিথ্যাবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করে দেশকে কলঙ্কমুক্ত করার প্রতিশ্রুতি নিশ্চিত করার আহ্বান জানাই।দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চায় এদেশের জনগণ,সেই লক্ষ্যে কাজ করার জন্য অনুরোধ করছি। জনগণের মৌলিক অধিকার ও চাহিদা পুরনে ব্যার্থ হলে স্বৈরাচারী শক্তি চাঙ্গা হতে পারে, এবং প্রতি বিপ্লবের অপচেষ্টা করবে, এতে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, এবং সকল ক্ষমতার উৎস জনগণ বলেই দেশবাসী আওয়ামী শত্রু, দেশের বেইমানি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এতে করে দেশ ও দেশের অর্থনীতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।তাই জনগণের শত্রু, দেশের শত্রু, স্বৈরাচারী আওয়ামীলীগ ও তাদের সকল কর্মকান্ড বন্ধ ঘোষণা , রাষ্ট্রপ্রতির অপসারণ, বিচার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করুন,এটাই জাতির প্রত্যাশা।