মো: আব্দুল্লাহ আল মামুন,ঢাকা
ঢাকা মহানগর দক্ষিন বংশাল থানার ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত কায়েৎটুলির পুলিশ ফাড়ির মোড়ে শত শত নেতাকর্মীর উপস্থিতির মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ওয়ার্ড যুবদলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার এনামুল হক এনাম আহ্হ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে,শেখ মুজিব যেমন ৭১ সালে যুদ্ধ বাধিয়ে পালিয়ে গিয়ে পাকিস্তান কারাগারে আশ্রয় নিয়েছেন তদ্রুপ তার মেয়ে হাসিনা বাবার পদাংক অনুসরন করে গোটা জাতিকে ১৬ টি বছর নির্যাতন ও জিম্মি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে ২৪ এর গনবিপ্লবের মুখে ইন্ডিয়া পালিয়ে গেছেন।
প্রধান বক্তা হিসেবে জনাব রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ,তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন শেখ হাসিনার আমলের খুন, গুম ও ভোট চুরির মহোৎসবের কথা,সীমাহীন অনিয়ম আর দূনীতির বিভিষিকাময় পরিস্থিতির কথা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম.এ গাফফার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।আরো উপস্থিত ছিলেন,
বিশেষ অতিথি: জনাব ইকবাল হোসেন বাবলু যুগ্ম-আহ্বায়ক, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।
বিশেষ অতিথি: জনাব মোঃ মুকিত হোসাইন। সাইন যুগ্ম-আহ্বায়ক, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।
বিশেষ অতিথি: জনাব মোঃ শাহজাহান চৌধুরী দপ্তর সম্পাদক, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বার বার কারানির্যাতিত নেতা ৩৩ নং ওয়ার্ড যুবদলের আহব্বায়ক জনাব ওমর ফারুক অভি।
অনুষ্ঠানটি সন্চালনা করেন জনাব রাজু হায়দার সদস্য সচিব, ৩৩নং ওয়ার্ড বংশাল থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।