নিজস্ব প্রতিবেদক:
মূল ফটকের সামনে বসা শিক্ষার্থীদের স্টল বন্ধ করতে নির্দেশনা প্রদান করেছে সরকারি তিতুমীর কলেজ প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডল ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক এর স্বাক্ষরিত এক চুড়ান্ত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
চুড়ান্ত এ নোটিশে বলা হয়, এতদ্বারা কলেজের মূল ফটকে খাবার স্টল পরিচালনাকারী শিক্ষার্থীদের অবহিত করা যাচ্ছে যে, কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় কলেজের একাডেমিক কার্যক্রম উন্নয়নে এবং কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ বাস্তবায়নে নির্লস কাজ করে যাচ্ছেন। কলেজের মূল ফটকে দোকান বসানোর কারণে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
কলেজের শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি তোমাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পরেও তোমাদের কার্যক্রম অব্যাহত আছে। কলেজের ক্যান্টিন কমিটি তোমাদের কার্যক্রমের ব্যাপারে আপত্তি জানিয়ে নোটিশ করেছিল। যেহেতু কলেজ প্রশাসনের আপত্তির পরেও তোমারা কার্যক্রম চালিয়ে যাচ্ছো যা শৃঙ্খলা-পরিপন্থী।
কলেজের মূল ফটকে তোমাদের স্টল বন্ধে চুড়ান্ত নির্দেশনা দেওয়া হলো।