বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

২৯ ডিসেম্বর ২০২৪, রোববার রাজধানীর ঐতিহ্যবাহী ” দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ “-এর বার্ষিক পরীক্ষা ২০২৪- এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ডক্টর মোহাম্মদ জকরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুশতাক আহমদ।।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এম এম সহিদুজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ এ ডব্লিউ এম সাইফুজ্জামান এর উপস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় ফলাফল প্রকাশ করার পর জুনিয়র ওয়ান শ্রেণি হতে নবম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি এই প্রতিষ্ঠানের ঐতিহ্য উল্লেখ করে একাডেমিক ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের কলেজ শাখায় ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শিফট চালুর উদ্যোগ গ্রহন করা হবে। এক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মানিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রয়াস কামনা করেন। তিনি আগামী সেশন থেকে পৃথক শিফটে ছাত্র ও ছাত্রী ভর্তির জন্য অভিভাবকদের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102