রিয়াদ আহমেদ, ঢাকা:
ঢাকা-১৭ আসনের অন্তর্গত মহাখালীর বিভিন্ন অলি-গলির দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই এবং জয়বাংলা স্লোগান লেখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতংক সৃষ্টির লক্ষ্যে দেওয়াল লিখন করেছে দাবি করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (৬ জানুয়ারি) লেখাগুলো নজরে পড়ে স্থানীয়দের। স্লোগানের পাশে বনানী থানা ছাত্রলীগ লেখা রয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দরা।
জানা যায়, গভীর রাতে কোন এক সময় অজ্ঞাতরা দেয়াল লিখন করে। মহাখালী-বনানীর বিভিন্ন অলিগলির দেওয়ালে লেখা রয়েছে পুলিশ হত্যার বিচার চাই ও জয়বাংলা স্লোগান।
বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোন কর্মকাণ্ড আমরা সহ্য করব না। তারা কাপ্লনিক স্বপ্ন দেখে দেয়াল লিখন করেছে। তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অস্তিত্ব আছে। আসলে তাদের দৃশ্যমান কোন অস্তিত্ব নেই। তাই যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা যেন কঠোর ব্যবস্থা নেয় সেই দাবি আমাদের।
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সারোয়ার বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।