শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

বিকল্প ভাবনার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্নাঢ্য হেমন্ত উৎসব অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্টাফ রিপোর্টার:

অরাজনৈতিক ও মানবকল্যাণ মুলক আলোচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিকল্প ভাবনার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নবান্নের পিঠা উৎসব ২০ নভেম্বর ২০২৪ বুধবার বিকেল ৪.০০ ঘটিকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠন এর সভাপতি শিক্ষাবিদ লুৎফর নাহার খুকুমণি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মনিরুল ইসলাম এর উপস্থাপনার অনুষ্ঠিত উৎসব উদ্বোধন করেন দেশ বরেণ্য লেখক ও কবি মোহন রায়হান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডাঃ শহিদুল্লাহ শিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্রোহী The Nazrul Centre এর চেয়ারম্যান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান, আইটি শিল্পোদোক্তা আকিবুল ইসলাম আরিয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু প্রমূখ।
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ জন দেশবরেণ্য ব্যক্তি ও একটি নজরুলীয় সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক এবং নতুন ধারার চিকিৎসা ও স্বাস্থ্য আন্দোলন এর প্রথিকৃৎ জনাব মোহন রায়হান, নজরুল চর্চা ও গবেষণায় বিদ্রোহী The Nazrul Centre, লেখক অনুবাদক ও গবেষক সিদ্দিক মাহমুদ বরেণ্য কৃষিবিদ,লেখক, গবেষক ও
সমাজ সংস্কারক রফিক চৌধুরী, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী পথিকৃৎ ফাউন্ডেশনের উপপরিচালক বিশিষ্ট সংগঠক মাহফুজা হক নীলা, কক্সবাজারের তরুণ আইটি শিল্পোদ্যোক্তা আকিবুল ইসলাম আরিয়ান। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও পিঠাপুলির প্রতিযোগিতা ও প্রদর্শনী নবান্নের উৎসবকে নতুন মাত্রা যোগ করেন। দুপুর থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য ও পিঠাপুলির প্রতিযোগিতা নবান্ন উৎসব কে মুখরিত করে তোলে। আলোচনা সভা ও গুণীজন সম্মাননা শেষে পারহান উদ্দিনের পরিচালনায় নবীন প্রবীণ শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য নাসরিন আক্তার এর আয়োজনে গ্রাম বাঙ্গলার ঐতিহ্য বাহারী পিঠাপুলির চমৎকার পরিবেনা ছিল স্বাদে ও মানে অনন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102