স্টাফ রিপোটার:
গত সোমবার ৩ ফেব্রুয়ারী রাজধানী ঢাকার মোহাম্মদপুর সমিতির অফিসে মোহাম্মদপুর ভাঙ্গারী দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু সমিতিটি সমবায় আইনে নিবন্ধিত তাই সরকারি বিধিমতে সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অফিসার গণের উপস্থিতি ও স্বাক্ষরযুক্ত নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী প্যানেল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ী প্যানেলে সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সম্পাদক, মোঃ জাহাঙ্গীর।
এছাড়া সহ সভাপতি, মোঃ রশিদ, কোষাধ্যক্ষ, মোঃ স্বপন, এছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য চারজন। যথাক্রমে ১.মোঃ সিরাজুল ইসলাম, ২. মোঃ ইউনূস মিয়া, ৩. মোঃ রাসেল, ৪ . মোঃ এরশাদ।
উল্লেখিত নির্বাচনে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা শহিদুল ইসলাম ছিলেন , নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনজন। ১.কাজী মোঃ শাহরিয়ার জাহান, ২. শেখ আব্দুস শুকুর ৩. শহিদুল ইসলাম।
কথা থাকে যে, মোহাম্মদপুর ভাঙ্গারী দোকানদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্ম এলাকা সাবেক মোহাম্মদপুর থানা এলাকা জুড়ে , বর্তমান আদাবর থানা এবং আগারগাঁও থানা জুড়ে বিস্তৃত। উল্লেখ্য মোহাম্মদপুর ভাঙ্গারী দোকানদার বহুমুখী সমবায় সমিতি ২৯. ০৬. ২০০৩ ইং তারিখে সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত। যার রেজি: নং ২৬৭। অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রায় দুই শতাধিক কার্যকরী সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।