অথই নূরুল আমিন, আদাবর ঢাকা:
আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি জুমাবার, বিকেল ৪ টায় আলিফ হাউজিং চত্বর, আদাবর, ঢাকা - ১২০৭ এ তাফসীরুল কুরআন মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হবে।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, হাফেজ মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী, আমন্ত্রিত বিশেষ মেহমান যথাক্রমে : অধ্যক্ষ এম. এ. ইউসুফ জাহান, অ্যারেন্ডার্ড ইনস্টিটিউট, ঢাকা। মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইফাজউদ্দীন, খতিব, মোহাম্মদীয়া জামে মসজিদ। মুফতি হাফেজ মোহাম্মদ রিদোয়ান উল্লাহ, খতিব, আদাবর কেন্দ্রীয় জামে মসজিদ। আলহাজ্ব মুহাম্মদ তোফায়েল ইসলাম, পরিচালক- আল ক্বাবা হজ্ব কাফেলা। মুফতি হাফেজ মাওলানা মো: আমীর হোসাইন, প্রিন্সিপাল, আদাবর আহসানিয়া জামিয়া উলূম মাদ্রাসা। হাফেজ শায়েখ নূর - ই- সাফা, খতিব, বাইতুল মা'মুর চাঁদ মসজিদ। এছাড়া আরো উপস্থিত থাকবেন, মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ মামুনুর রশীদ, পেশ ইমাম, বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ, আদাবর, ঢাকা।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন, প্রফেসর অধ্যক্ষ এম. হুমায়ূন কবীর, তিনি মিশন ওয়েলফেয়ার ট্রাষ্ট এবং মিশন শিক্ষা পরিবারের একজন গুণী পরিচালক। আয়োজনে : আলিফ হাউজিং সমাজ কল্যাণ পরিষদ।