শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

জননেতা সৈয়দ সামশুল আলম হাসু তর্কবাগীশের ১ম মৃত্যু বার্ষিকী স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

মোঃ রাববী হাসান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণ আজাদী লীগের সাবেক বিপ্লবী সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম জননেতা সৈয়দ শামসুল আলম হাসু তর্কবাগীশ এর ১ম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে ২৬ অক্টোবর ২০২৪ শনিবার বিকেল ৪.০০ ঘটিকায়, শাহবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে সংগঠন এর সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস এর মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম, গর্জো সভাপ্রধান সৈয়দ মইনুজ্জামান লিটু, বরেণ্য নজরুল গবেষক ও রাস্ট্র চিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু, গণ আজাদী লীগের প্রেসিডিয়াম সদস্য মিসেস রেহেনা সালাম, সহসভাপতি এ্যাডভোকেট মোঃ লতিফুর রহমান, বাংলাদেশ জনমত পার্টির সভাপতি জননেতা সুলতান জিসান উদ্দিন প্রধান, বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্য জোটের আহ্বায়ক জননেতা আলহাজ্ব এম এ ইউসুফ, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও গবেষক এটিএম রফিকুল ইসলাম, আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শেখ শাখাওয়াত তানজিম, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তার আখন্দ, বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এম আমানুল্লাহ, কবি হাসিনা মমতাজ হাসি, কবি ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়া, বিকল্প ভাবনার আহবায়ক কবি মনিরুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক ইসমাইল হোসেন ইসমি, শিল্পী সাইকা পারভীন, কবি নেক পারভীন লায়লা প্রমুখ।

স্মরণ সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহ সুফি শহীদ মনজু।
উল্লেখ্য গত ২৬ অক্টোবর ২০২৩ ইন্তেকাল করেছিলেন। তিনি বাংলাদেশ গণ আজাদী লীগ এর প্রতিষ্ঠাতা মহান জাতীয় নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ এর পুত্র হাসু তর্কবাগীশ একজন সফলও তুখোড় ছাত্রনেতা ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের বৃহত্তর ব্যবসায়িক সংগঠন বাজুস এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, তিনি বিশুদ্ধ রাজনীতির শুদ্ধতম পুরুষ ছিলেন।
তিনি মুক্তিযুদ্ধের চেতনার উদার গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখতেন।
তার ১ ম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ গণ আজাদী লীগ এর সর্বস্তরের নেতাকর্মীরা এখনো গভীর শোকাহত। তিনি একজন নির্মোহ রাজনীতিবিদ ছিলেন।
তিনি ১৯৪২ সালের ১ লা জুলাই সিরাজগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। মরহুম
জননেতা সৈয়দ সামশুল আলম হাসু তর্কবাগীশ স্মরণে ২৭ অক্টোবর রবিবার সিরাজগঞ্জে পারিবারিক আয়োজনে ও তাঁর প্রতিষ্ঠিত, কলেজ, মাদ্রাসা
, স্কুলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102