==========================
নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় অগ্রগতি ও সংগ্রামী কর্মীদের অধিকার রক্ষার দাবি জানিয়ে বনানী থানা বিএনপির ৩নং যুগ্ম আহ্বায়ক মো: নাফী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি খোলা চিঠি লিখেছেন। এতে দলের ত্যাগী নেতারা কিভাবে বঞ্চিত নির্যাতিত হচ্ছেন সেই কথা তুলে ধরেন নাফী।
রবিবার (৩ নভেম্বর) নাফী আহমেদ তার ফেসবুক আইডিতে এই খোলা চিঠি পোস্ট করেছেন। এতে তিনি দলীয় আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দলের সঠিক নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাফী আহমেদ এর পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
"জনাব তারেক রহমান ভাইজান বরাবর,
বিষয়ঃ দলীয় অগ্রগতি ও সংগ্রামী কর্মীদের অধিকার রক্ষার দাবি।
জনাব তারেক রহমান ভাইজান,
আশা করি আপনি সুস্থ ও স্বাস্থবান আছেন। এই চিঠির মাধ্যমে আপনাকে জানাতে চাই যে, আমাদের প্রিয় দলের কিছু স্বার্থান্বেষী, অলস ও সুবিধাবাদী নেতাদের আচরণের কারণে দলের প্রতি সাধারণ জনগণের আস্থা ক্রমশ দুর্বল হচ্ছে। সংগ্রামী ত্যাগী নেতাকর্মীদের প্রতি উদাসীনতা এবং তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এ অবস্থায় দলের প্রকৃত ত্যাগী কর্মীরা হতাশ হয়ে নিজেদের মান-সম্মান রক্ষার্থে একপ্রকার ঘর মুখি হতে বাধ্য হচ্ছে। এর ফলে জনগণের মধ্যে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা আসন্ন রাজনৈতিক যুদ্ধে দলের অগ্রযাত্রায় বড় অন্তরায় হতে পারে।
আরো উদ্বেগের বিষয় যে, কিছু ক্ষমতালোভী নেতৃত্ব আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে দলে ঢুকিয়ে দখল ও সন্ত্রাসের মাধ্যমে দলের সৎ ও নির্ভীক কর্মীদের হেয় প্রতিপন্ন করছে। তারা দলীয় আদর্শের চেয়ে ব্যক্তিগত সুবিধা অর্জনের পেছনে ব্যস্ত থেকে দলের সংগ্রামী ইতিহাস ও চেতনার সঠিক মূল্যায়ন করছে না। এতে দলের নীতি ও আদর্শবোধ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলীয় ঐক্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সেই জন্য, আমরা বিশ্বাস করি এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের আপনার হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। আমরা অনুরোধ করছি, দলের এই দুর্বলতা কাটিয়ে উঠতে এবং সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রকৃত ত্যাগী কর্মীদের অধিকার নিশ্চিত করতে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। দলের অভ্যন্তরে যে সকল অলস ও সুবিধাবাদী নেতারা আন্দোলনের সময় নিষ্ক্রিয় থেকেছে, অথচ এখন দলের পদবী দখল করে বসে আছে, তাদের বিরুদ্ধে দলীয় আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দলের সঠিক নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
আপনার এই পদক্ষেপ দলীয় আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীর জন্য অনুপ্রেরণাদায়ক হবে এবং সাধারণ জনগণের মাঝে দলের প্রতি আস্থা পুনর্বহাল করবে। আমরা আপনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দলকে আবারো ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সব প্রতিকূলতাকে মোকাবিলা করতে প্রস্তুত আছি।
বিনীত,
আপনার সংগ্রামী সহকর্মী
মো: নাফী আহমেদ, ৩ নং যুগ্ন আহ্বায়ক বনানী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর বিএনপি,
সাবেক সহ সাধারণ সম্পাদক বনানী থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর বিএনপি,
সাবেক ১ নং যুগ্ন আহ্বায়ক ২০ নং ওয়ার্ড, বনানী থানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি।"