এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার(১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে। ছাত্রদলের নেতৃবৃন্দ নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক শোভাযাত্রা বের করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে মিলিত হয়। সেখানে দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুম হোসেন পাভেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সালাউদ্দিন গাজী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইসতিয়াক আহম্মেদ নাহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক আহমেদ শাওন। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ছাত্রদলের বক্তারা বিগত সরকারের ছাত্র সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রদলের নেতৃবৃন্দকে সে-ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের ব্যানারে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালন করে।