এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকালে ১৫নং সদর ইউনিয়ন পরিষদের সামনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায় প্রভাষক ফকির রাসেল আল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি'র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন তালুকদার,সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক কাজী,যুগ্ম- আহবায়ক মতিউর রহমান বাচ্চু, মতিউর রহমান বাচ্চু,মোরেলগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন,।
এছাড়াও বক্তব্য রাখেন শাহিনা ফেরদৌসী হ্যাপী, সাবিনা ইয়াসমিনটুলু,শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ খান চুন্নু,মোরেলগন্জ সদর ইউনিয়ন
ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম তালুকদার সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।