মতিউর রহমান,সরিষাবাড়ী জামালপুর থেকে:
জামালপুরের সরিষাবাড়ীতে ৫নং পিংনা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গত ২ নভেম্বর বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়েছে। পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমূল ইসলাম নাজুর সভাপতিত্বে জেলা বিএনপি’র সভাপতি জ্বনাব ফরিদুল কবির তালুকদার শামীম এর সমর্থনে এ জন সভা অনুষ্ঠিত হয়।
পিংনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশীদের সঞ্চালনায় জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষতার কথা তুলে ধরে নেতা কর্মীদের সংগঠিক হওয়ার পরমর্শ দেন। তিনি হাসিনা সরকারের নানা অপকর্ম তুলে ধরে দেশ পলায়নের নেক্কার জনক বিষয়টিও উল্লেখ করেন তিনি। জ্বনাব শামীম তালুকদর বলেন দেশের ইতিহাসে রাষ্ট্র প্রধান ও প্রায় তিন”শ সংসদ সদস্যের অধিকাংশ ই পলায়ন এটিই প্রথম। শেখ হাসিনার দূর্নীতি- দূঃশাসন ছাত্র জনতা বিএনপি রুখে দিয়েছে। ৫ আগষ্ট আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা হত্যার পাশাপাশি কয়েক শত বিএনপি নেতা কর্মীকেও হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যা কান্ডের দ্রুত সময়ে বিচার দাবী করছি। পিংনা ইউনিয়নের বিএনপি নেতা ফজল মেম্বার ও তার ছেলে হত্যার পুনঃ বিচার দাবীসহ সরিষাবড়ীতে বিগত আওয়ামীলীগ দূঃশাসনামলে ১৪ বিএনপি নেতা কর্মী হত্যা বিচারের জোড়ালো দাবী জানান জ্বনাব শামীম তালুকদার। জামালপুর জেলা বিএনপি’র দুইবার নির্বাচিত বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদারের জন সভায় দুপুর থেকেই পিংনা ইউনিয়ন ও আশপাশ এলাকা থেকে দলে দলে নেতা কর্মী ও বাদ্যযন্ত্র সমেত জনতা সমাবেশ স্থলে জড়ো হন। পিংনা হাই স্কুলের দক্ষিন পশ্চিম পাশে বিশাল খেলার মাঠটি জনতায় পরিপূর্ণ হয় এ যেন জন সমুদ্র।
জন সভায় বিশেষ বক্তা হিসেবে গুরুপূর্ণ বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও সরিষাবাড়ী উপজেলা যুব দলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবির তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,কেন্দ্রীয় বিএনপি নেতা সুজাত আলী,বিএনপি নেতা গোলাম রব্বানী লেকু,প্রফেসর খায়রুল আলম শ্যামল,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন,পিংনা ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। এ ছাড়াও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনূর রশীদ ফকির,বিএনপি নেতা চাঁন মিয়া চানু,যুবদল নেতা রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।