মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে এখন পাকা ধানের সমারোহ। ইতিমধ্যেই অনেক এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকেরা। বাজারে এবার ধানের দাম ভালো। তাই বিগত সময়ের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী কৃষকরা। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক তজিবর রহমান, আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক জানান, এবার আমন ধানের ভালো ফলন হওয়ায় ভীষণ খুশি তারা। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, চলতি আমন ধানের ভালো ফলন হওয়ায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এদিকে উপজেলার বেশ কয়েকজন কৃষক বলেন, গত বছরের তুলনায় এবার ধানের ফলন অনেক ভালো হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে ধান কাটা প্রায় পুরোদমে শুরু হয়ে যাবে। এবার শেষ দিকে এসে কিছুটা ধানে পোকার আক্রমণ করলেও তেমন ক্ষতি হয়নি কৃষকদের। তবে এবার আমন ধানের ভালো ফলন হওয়ায় খুশি উপজেলার কৃষকেরা।