মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর নিবাসী মোঃ মাসুদ প্রামাণিক আর নেই-
এনায়েতপুর নিবাসী মরহুম আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে★মোঃ মাসুদ প্রামাণিক অদ্য ০১/১১/২০২৪, রোজঃ-শুক্রবার সন্ধ্যায় ঢাকাতে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। ★মরহুম মাসুদ প্রামাণিক হলেন বন্ধু মোঃ আনিস প্রামাণিকের ভাই।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল বাদ ফজর-০২/১১/২০২৪, রোজঃ-শনিবার এনায়েতপুর পুরাতন বাজার সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।।