ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ)
আজ এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসায় শহীদ হাফেয সিয়াম হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির চিকিৎসক মাওলানা মোঃ সেলিম রেজা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির, সিরাজগঞ্জ পাঁচ আসনের জামায়াতে ইসলামী কতৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমির, সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম কিবরিয়া বাবু। আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি ও এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, মসজিদ মিশন বিষয়ক সম্পাদক মাওলানা আমির হামযা, সাংগঠনিক সদর ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক প্রমূখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আলী আলম বলেন কিশোর গ্যাং এর কাছে নির্যাতিত নিষ্পিষিত হয়েছে ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা, আরও বলেন সাবেক ও বর্তমান কর্মী দায়িত্বশীলদের উদ্দেশ্যে আগামীতে নতুন ইসলামি রাষ্ট্র ও সোনার বাংলা উপহার দেওয়ার জন্য বলেন। এনায়েতপুরের শহিদ হাফেজ সিয়াম, শহীদ সিহাব, শহীদ ইয়াহিয়া সহ সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন জামায়াত ও শিবিরকে কাজের অগ্রগতি বাড়িয়ে দিতে হবে যাতে করে আগামীর বাংলাদেশ হয় কুরআন ও হাদিসের বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট গোলাম কিবরিয়া বাবু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাযথ সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। সমাপনি বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির চিকিৎসক মাওলানা মোঃ সেলিম রেজা বলেন এনায়েতপুর এর তিন শহিদ দের পরিবারের ঈদের আগের দিন আমরা খোজ খবর নিয়েছি, তাদের সাথে আমরা ঈদ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি।