ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ) থেকে:
এনায়েতপুরে শহীদ শিহাব আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের এনায়েতপুরের শহীদ শিহাব আহমেদ এর স্মরণে প্রতিষ্ঠিত ‘শহীদ শিহাব আহমেদ স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে এনায়েতপুরের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার স্বরুপ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে চাউল, পেয়াজ, রসুন, আলু, ডাউল, তেল, লবণ, লাচ্চা, সেমাই, দুধ, চিনি তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ শিহাব আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এর উপদেষ্টা আব্দুল্লাহ জাকারিয়া বলেন, ঈদের সময়ে অনেক পরিবারেরই সামর্থ্য থাকে না বাড়তি খরচ মেটানোর। এর জন্যই মূলত শহীদ শিহাব আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য উদ্যোগ নেয়া হয়েছে। আল্লাহ্ তাআলার অশেষ রহমতে আমরা বেশকিছু পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহ কিছু বাজার করে দিতে সক্ষম হয়েছি। এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, যাদের অনুদানে আমরা এটা করতে পেরেছি।সামনের দিন গুলোতে আমরা আমাদের এমন প্রয়াস কে আরও বাড়াতে চাই। এর জন্য সবাইকে আমাদের পাশে থাকার আহবান জানাচ্ছি।