ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
এনায়েতপুরে সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর কেজির মোড়ে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন। এতে বক্তব্য প্রদান করেন, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা ছাত্রশিবির এর সাবেক সভাপতি আব্দুস সালাম, এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, এনায়েতপুর থানা উলামা পরিষদ নেতা মাওলানা মোতালেবুর রহমান সাইফী, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ, বিএনপি নেতা আতাউর রহমান, নদী বাচাও আন্দোলন এর সংগঠক ইসমাইল হোসেন, শামীম খান প্রমুখ। বক্তব্যে বক্তাগণ বলেন, ওয়ান ইলেভেনের সরকার সম্পূর্ণ অনায্যভাবে সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ বিলুপ্ত করে। সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ পুনর্বহালের দাবি জানানো হলেও, বিগত আওয়ামী লীগ সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্য চর্চার জন্য সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ পুনর্বহাল করেনি। তারা বলেন বর্তমান সংসদীয় আসন বিন্যাস অনুযায়ী সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ এর বাসিন্দারা পর্যাপ্ত উন্নয়ন মূলক কাজ হতে বঞ্চিত হচ্ছে। বক্তাগণ সাবেক সংসদীয় আসন সিরাজগঞ্জ -৬ পুনর্বহালের জোড়ালো দাবি করেন।