মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার, শাহজাদপুর উপজেলার, খুকনী গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব বুজরত আলী প্রামাণিকের-(মেম্বর সাহেব)-ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক মানুষ এবং এলাকার এক সময়ের নামকরা ফুটবলার, আলহাজ্ব মোঃ আসাদুল হক প্রামাণিক-(গোলি আসাদুল)-অদ্য ০৯/০২/২০২৫ রোজঃ-রবিবার বিকাল আনুমানিক ০৪ঃ০০ ঘটিকায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম হলেন > মোঃ আল-আমিনের বাবা।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ ফজর সকাল ৭ঃ০০ ঘটিকায়-১০/০২/২০২৫ ইংরেজি-রোজঃ-সোমবার আটার দাগ জামি’আ হুসাইনিয়া মাদীনাতুল উলুম হাফেজিয়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।।