মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা থেকে প্রায় হারিয়ে গেছে রেডিও, ক্যাসেট দিয়ে টেপরেকর্ডার বাজিয়ে বিভিন্ন ধরনের ওয়াজ ও গান শোনা। মোবাইল ও ইন্টারনেটের ভিড়ে এখন আর রেডিও, ক্যাসেট ও টেপরেকর্ডার চোখে পরে না বললেই চলে। এক সময় চায়ের দোকানে, হোটেল রেস্তোরায়, গ্রাম পাড়া মহল্লা সহ বিভিন্ন বাড়িতে রেডিও টেপরেকর্ডার বাজতে শোনা যেত। এখন আর রেডিও ও টেপরেকর্ডার শুনতে অপেক্ষা করতে হয় না। এসব জায়গায় দখল করে নিয়েছে ইন্টারনেট ও মোবাইল ফোন। এই সবকিছুকেই পাশ কাটিয়ে এখনো সেই পুরাতন ঐতিহ্য ক্যাসেট দিয়ে টেপরেকর্ডার বাজিয়ে বিভিন্ন ধরনের ওয়াজ ও গান শুনছেন উপজেলার গোদগাতি গ্রামের ফ্যান-মটর মেকার লুৎফর রহমান। প্রতিদিন তিনি টেপরেকর্ডার বাজিয়ে মেকারের কাজ করে থাকেন। এক সময় তিনি কারেন্টের কাজও করতেন। মেকার লুৎফর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার কাছে ক্যাসেট দিয়ে টেপরেকর্ডার বাজিয়ে ওয়াজ ও গান শুনতে খুবই ভালো লাগে। তাছাড়া টেপরেকর্ডার বাজিয়ে কাজ করতে ভালোই লাগে। যার কারণে ক্যাসেট দিয়ে টেপরেকর্ডার বাজিয়ে এখনো ওয়াজ ও গান শুনে যাচ্ছেন, উপজেলার গোদগাতী গ্রামের ফ্যান-মটর মেকার ও ইলেকট্রিশিয়ান মোঃ লুৎফর রহমান।