এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন রেফারিজ কমিটির সদস্যরা।
রেফারিজ এসোসিয়েশনের সদস্যদের সাথে পরিচিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার-বিপিএম (সেবা) বলেন, আগামীতে সকল টূর্ণামেন্টে নওগাঁর ফুটবল রেফারিদের কর্মচাঞ্চলতা ধরে রাখা এবং সবসময় খেলার প্রতি নিবেদিত হয়ে কাজ করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া ফুটবল লীগসহ অন্যান্য লীগগুলো চালু করার বিষয়ে সকলের সাথে ঐক্যমত পোষন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য গোলাম সাকলাইন, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম আজমির সালেহ প্রমূখ।