এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সারের ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্র পানিহারায় সরকারি মূল্যে সার বিক্রয় হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ায় এলাকার সাধারণ কৃষকরা ধন্যবাদ জানিয়েছেন ডিলারের প্রতি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন সাধারণ কৃষক কোনপ্রকার হয়রানি ছাড়াই সার তুলতে পারছেন। সারের সংকট না থাকায় সামনে আলু ও সরিষা এবং গমের আবাদ নিয়ে শংকা থাকছে না।
রসুলপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের কৃষক মিজানুর বলেন, ৫ বিঘা গম চাষের জন্য সার নিতে এসেছি, সরকারি মূল্যে সার পাচ্ছি অন্য কোন জায়গার মতো অনিয়ম হচ্ছে না। সরকারি মূল্যের সার পাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে।
বিসিআইসি ও বি এডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্র পানিহারার ম্যানেজার জহির রায়হান বাহাদুর বলেন,পর্যাপ্ত পরিমাণ সার আসছে সুন্দরভাবে কৃষকের মাঝে বিতরণ করছি, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এক টাকাও নেওয়া হচ্ছে না এবং কৃষকের চাহিদা অনুযায়ী সার বিতরণ করা হচ্ছে রসুলপুর ইউনিয়নের প্রতিটা এলাকা কৃষকরা আসছে এবং চাহিদা মতো সার নিয়ে যাচ্ছে।