এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর মধ্যপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার খালেকুজ্জামান তোতা উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর মধ্যপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
খালেকুজ্জামান তোতা চন্দননগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ামতপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের এক মামলায় এজাহারভুক্ত আসামি হলেন খালেকুজ্জামান তোতা। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।