নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে কিশোর -কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের নিয়ে সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সেমিনারে উপস্থিত কিশোর- কিশোরীদের উদ্দেশ্যে বলেন, 'মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ। আমরা অনেক কিছু হচ্ছি, অনেক কিছু হতে চাই। কিন্তু আমরা মানুষ হওয়া ভুলে গেছি। আমাদের সকলের জন্য প্রকৃত মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।'