এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে কিশোরের পটকার আগুনে পুড়ে গেছে খড়ের পালা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকার।
ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামে নুরুজ্জামানের বাড়িতে। পবিত্র ঈদুল ফিতরের দিনে আনন্দের পরিবর্তে দু চোখের পানি বয়ে যাবে এমনটা আশা করিনি নুরুজ্জামান।
জানা গেছে, ঈদের দিন সন্ধ্যার দিকে একদল কিশোর পটকা ফুটানোর আগুন গিয়ে পড়ে নুরুজ্জামানের খড়ের পালায় আগুন লাগে। নুরুজ্জামান মাগরিবের নামাজ শেষে ফিরে এসে দেখে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। লোকজনের চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে তার বাড়ি রক্ষা করেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নুরুজ্জামান প্রতিবেদককে বলেন, আমি গরীব মানুষ আমার নিজস্ব জমিজমা নাই পরের জমি বর্গা করি। এতে যা খড় পাই তা দিয়েই সারাবছর আমার ৩ টা গরুকে খাওয়ানো হয়। এখন আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। সারাবছর গরুকে কি খাওয়াবো বলে বার বার কেঁদে ফেলেন নুরুজ্জামান।
উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই চৈত্রের প্রখর রোদ্রের দিনে যাতে দোকানিরা পটকা বিক্রি বন্ধ রাখেন। তাহলে অন্তত এ ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।