মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আওতাধীন- গোপালপুর গ্রাম নিবাসী মরহুম নুরু প্রামানিকের মেজো ছেলে ★ মোঃ জাহাঙ্গীর প্রামাণিক অদ্য- ২২/১০/২০২৪ ইংরেজী রোজঃ- মঙ্গলবার রাত আনুমানিক ৭ঃ৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন।★ মরহুম জাহাঙ্গীর প্রামাণিক হলেন > বনি আমিন প্রামাণিকের বাবা এবং মরহুম গণি প্রামাণিকের ভাতিজা।।
মরহুমের নামাজে জানাজা-২৩/১০/২০২৪ ইংরেজি রোজঃ-বুধবার বাদ ফজর সকাল ৬ঃ৩০ ঘটিকায় গোপালপুর পিলার মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।।