মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরা এবার ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন। ভুট্টার দাম ভালো থাকায় এ উপজেলায় দিন দিন ভুট্টার চাষাবাদ বাড়ছে। তাছাড়া ভুট্টা চাষে বাড়তি কোনো ঝামেলা নেই বললেই চলে। ভুট্টা এখন মানুষের অন্যতম প্রয়োজনীয় একটি খাদ্য শস্য। এ এলাকায় সবচাইতে বেশি চাষ হচ্ছে হাইব্রিড জাতের ভুট্টা। উপজেলার নিমগাছি, বর্মগাছা, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষার পাশাপাশি ভুট্টাও চাষ করেছেন কৃষকেরা। উপজেলার নলকা ও পাঙ্গাসী ইউনিয়নের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, রোগবালাই দমনে স্হানীয় কৃষি বিভাগের কর্মকর্তাগণ সব সময় সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশা করছেন উপজেলার অদিকাংশ কৃষকেরা।