মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের সীমানা ঘেষে যাওয়া ইছামতি নদীর পাশে ডাঙ্গারপাড়া গ্রামে অবস্হিত পালবাড়ি ঘাট। এই ঘাট দিয়ে দেউজি গ্রামের শত শত মানুষ প্রতিনিয়ত হাট-বাজার করতে আসে পাঙ্গাসী বাজারেই। এই নদী পারাপারে রিক্সা-ভ্যান, সিএনজি ও ইজিবাইক সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। আর এ কারণে এ এলাকার বিভিন্ন পেশার মানুষ এপার থেকে ওপারে চলাচলের জন্য শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মোসুমে ডিঙ্গি নৌকা ছাড়া চলতেই পারে না। নদীর পানি শুকিয়ে গেলে চলাচলের জন্য স্হানীয় বাসিন্দাদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়। আর নদীতে পানি বেড়ে গেলে পারাপারের জন্য নৌকা পাওয়া কস্টকর ব্যাপার হয়ে দাড়ায়। তখন আপামর জনতার ভোগান্তির শেষ থাকে না। প্রতিদিন যাতায়াত করা স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবিসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করে থাকেন এই পালবাড়ি ঘাট দিয়ে। এখানে একটি সেতুর অভাবে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে অত্র এলাকার ডাঙ্গারপাড়া ও দেউজি গ্রামের বাসিন্দাদের। স্হানীয় বাসিন্দারা জানান, ইছামতি নদীর পালবাড়ি ঘাট নামক স্হানে একটা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে সেতু না থাকায় বাঁশের নড়বড়ে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা। জেলা সদর দেউজি গ্রামের মোঃ আনোয়ার আমিন ও শহিদুল মহরীর সাথে কথা হলে তারা বলেন, এখানে সেতু না থাকায় বর্ষা মৌসুমে খেয়া নৌকা আর শুক্ন মৌসুমে বাঁশের তৈরি সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী সহ আমাদের মতো শত শত পথযাত্রীদের। এদিকে রায়গঞ্জ উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের মোঃ আফজাল হোসেন, আবু সাইদ সরকার ও মোঃ হাবিবুর রহমান জানান, এখানে পারাপারের জন্য সেতু নির্মাণ করা হলে সবার উপকারে আসবে। এমতাবস্থায় ইছামতি নদীর ডাঙ্গারপাড়া পালবাড়ি ঘাট নামক স্হানে সেতু নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।