মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থী লেখাপড়া করে থাকেন। প্রতিষ্ঠানটির সামনে দিয়ে চলে গেছে আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। ফলে এখানে মাঝে মধ্যেই সৃস্টি হয় তীব্র যানজট। শুধু তাই নয় জীবনের ঝুঁকি নিয়েই এই সড়ক পার হতে হচ্ছে, শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের। উপজেলার বারইভাগ এলাকার শিশু শিক্ষার্থী মোছাম্মৎ কুলসুম খাতুন, শ্রীদাসগাতী গ্রামের শিক্ষার্থী মোছাঃ জান্নাতুল মাওয়া, গ্রামপাঙ্গাসী গ্রামের শিক্ষার্থী নাজমুল হোসাইনের সাথে কথা হলে তারা জানান, জীবনের ঝুকি নিয়ে সড়ক পারাপার হতে হয় তাদের। এখানে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।এমতাবস্থায় উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেটের সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ সহ অত্র এলাকাবাসী।