মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি থেকে প্রায় হারিয়ে গেছে এক সময়কার ঐতিহ্যবাহী কেরোসিন তেলের চুলা বা স্টোপ। এক সময় সারা দেশের মতো রায়গঞ্জেও ছিল ব্যাপক চাহিদা। কিন্তু কালের পরিক্রমায় গ্যাসের চুলা ও নতুন প্রযুক্তির কাছে প্রায় হারিয়ে যেতে বসেছে কেরোসিন তেলের স্টোপ বা চুলা। তবে উপজেলার বিভিন্ন হাট-বাজারের ভ্রাম্যমাণ দোকানগুলোতে দেখা গেছে এই ঐতিহ্যবাহী কিছু চুলা বা স্টোপ। বিশেষ করে সিদ্ধ ডিম বিক্রেতাদের কাছে। উপজেলার হাটপাঙ্গাসী বাজারে সিদ্ধ ডিম ও সিঙ্গাড়া বিক্রেতা রতন চন্দ্র (৭৫) এর সাথে কথা হলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ক্রয় করার মতো সামর্থ নেই তার। তাই কমদামে কেরোসিন তেলের স্টোপ বা চুলা ক্রয় করে ডিম সিদ্ধ করে ব্যবসা করছেন তিনি। এদিকে উপজেলার বেশ কয়েকজন প্রবীণ ব্যাক্তির সাথে কথা হলে তারা জানান, এক সময় এ উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে লাকড়ি চুলার পাশাপাশি প্রায় অধিকাংশ বাড়িতেই ছিল ঐতিহ্যবাহী এই কেরোসিন তেলের চুলা বা স্টোপ। এখানকার বড় লোকদের বাড়িতে বাড়িতে এই কেরোসিন তেলের স্টোপ বা চুলায় ছিল বিপদ-আপদের বন্ধু। বিশেষ করে ঝড়-বৃস্টির সময়। তবে বর্তমানে কেরোসিন তেলের দাম বেড়ে যাওয়া ও কালের পরিক্রমায় নতুন প্রযুক্তির কাছে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী কেরোসিন তেলের চুলা বা স্টোপ।