মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের অলিগলি এখন বেওয়ারিশ কুকুরের দখলে। ফজরের নামাজ আদায়, সকালে হাঁটাহাঁটি, শিক্ষার্থীরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে বের হলেই মাঝেমধ্যে পড়তে হয় এসব বেওয়ারিশ কুকুরের আক্রমণে। ফলে কুকুর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দিনের বেলা কুকুরকে এড়িয়ে চলা গেলেও রাত্রি ও ভোরবেলাতে পড়তে হয় মহা বিপদে। তাছাড়া কুকুরও এখন মুরগি ধরে ধরে খায়, এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের অলিগলিতে এসব বেওয়ারিশ কুকুরের উপদ্রব। কোথাও সড়কে শুয়ে আছে, আবার কোথাও দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ফলে কুকুরের ভয়ে বাচ্চারা স্কুলে একা একা যেতে ভয় পায়। কখন যে কামড় দেয়। এই কুকুরের অত্যাচারে হাঁস, মুরগি, ছাগল ও ভ্যাড়া পালনও কঠিন হয়ে পড়েছে। এক সময় কুকুর ধরে ধরে ভ্যাকশিন দেওয়া হলেও বর্তমানে তা আর দেওয়া হচ্ছে না।এমতাবস্থায় বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার রোধে জন্মনিরোধ ইঞ্জেক্শন ও কুকুরের আক্রমন থেকে রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন এলাকাবাসী।