মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের পুরাতন রোড বগুড়া নামে পরিচিত আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাসী বাজার এলাকার সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বাজার এলাকার সড়কটি এক সময় পাকা ছিল। পরবর্তীতে কয়েক বছর না যেতেই উপজেলার হাটপাঙ্গাগাসী বাজার এলাকার সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে খানাখন্দের সৃষ্টি হয়। এরপর ইট ফেলে নামমাত্র সংস্কার করা হলেও দীর্ঘ দেরযুগ পার হলেও পাকা করা হয়নি উক্ত বাজার এলাকার সড়কটি। বর্তমানে বাজার এলাকার সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে করে এলাকাবাসী সহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সাথে বেড়েছে জনভোগান্তি। এদিকে (বুধবার ২৩ অক্টোবর ২০২৪) সারা দিনের বৃস্টিতে সৃস্টি হয় জলবদ্ধতা। তাছাড়া সামান্য বৃস্টি হলেই সৃস্টি হয় জলাবদ্ধতাও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ হাজারো জনসাধারণ।স্থানীয় বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এ সড়কে বিভিন্ন যানবাহন ও বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে অত্র এলাকার শিক্ষার্থীরা প্রতিস্ঠানে আসতে চায় না। এই সমস্যা দ্রুত সমাধান করা উচিত বলে মনে করেন এলাকাবাসী।